এনসিএল

খুলনার শেষ ভরসা জিয়াউর-মেহেদী

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:14 সোমবার, 04 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগকে হারাতে আর ৭৩ রান প্রয়োজন খুলনা বিভাগের, হাতে আছে পাঁচ উইকেট। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষদিনে খুলনার হয়ে ব্যাটিং করতে নামবেন জিয়াউর রহমান (৩০*) এবং মেহেদী হাসান (৩০*)।

আগের দিন চার উইকেটে ৬৭ রান করা রংপুর এ দিন তাদের দ্বিতীয় ইনিংসে থেমেছে ২১১ রান। নাসির হোসেনের ব্যাটে আসে ৭৬ রান । আরিফুল হক করেন ৫৮ রান।

খুলনা বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসেও আব্দুর রাজ্জাক পাঁচ উইকেট তুলে নেন। রংপুর দ্বিতীয় ইনিংসে ২১১ রান করায় খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০৩ রানের।

তৃতীয় দিন ম্যাচের শেষ ইনিংসে সোহরাওয়ার্দী শুভর বোলিংয়ের সামনে অবশ্য সুবিধা করতে পারেনি খুলনা। ৬৮ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে তাঁরা। এনামুল হক বিজয় (৩৪) এবং ইমরানুজ্জামান (২৫) ছাড়া প্যাভিলিয়নে ফেরাদের মধ্যে কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

অপরাজিত ৬২ রানের জুটি গড়ে খুলনাকে স্বপ্ন দেখাচ্ছেন জিয়াউর এবং মেহেদী। খুলনার সংগ্রহ পাঁচ উইকেটে ১৩০ রান। সোহরাওয়ার্দী নেন ২৭ রান খরচায় চার উইকেট।

প্রথম ইনিংসে রংপুর বিভাগ অলআউট হয়েছিল ২২৪ রানে। জবাবে খুলনা করে ২৩৩ রান।