এনসিএল

চট্টগ্রামে একই দিনে ১৯ উইকেটের পতন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:12 রবিবার, 03 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের খেলায় ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম বিভাগের ম্যাচে দ্বিতীয় দিনে পড়েছে ১৯টি উইকেট! প্রথম ইনিংসে ঢাকা মেট্রো অলআউট হয়েছে ৪০৩ রানে। এরপর চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ৯১ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে দলটি করে তিন উইকেটে ৯৬ রান।

আগের দিন ১৬২ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম এ দিন ডাবল সেঞ্চুরি না করেই ফিরেছেন। ২৩টি চার ও দুটি ছক্কায় ব্যক্তিগত ১৭৮ রানে ইরফান হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

মেট্রোর হয়ে দ্বিতীয় দিন একাই লড়াই চালিয়ে যান সাদমান। ফলে আগের দিন চার উইকেটে ৩৫৭ রান করা দলটি বেশিদূর এগিয়ে যেতে পারেনি।

চট্টগ্রামের হয়ে হাসান মাহমুদ তিনটি এবং ইরফান হোসেন, নাঈম হাসান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি দুটি করে উইকেট নেন।

বল হাতে শুরুটা ভালো হলেও ব্যাটিংয়ে নেমে শরিফুল্লাহ ও তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। শরিফুল্লাহ নেন চারটি উইকেট, তাসকিনের শিকার তিন উইকেট।

চট্টগ্রামের হয়ে ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার সাদিকুর রহমানের ব্যাটে। উল্লেখ করার মতো রান করেননি দলটির কোনো ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। দলীয় ৪৮ রানের মধ্যে তিন উইকেট হারায় দলটি।

তারপর আর কোনো বিপদ ঘটতে দেননি পিনাক ঘোষ (৫৫*) এবং তাসামুল হক (১৪*)। তৃতীয় দিন শুরু করবেন এই দুজন।

চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে মেট্রোর হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল্লাহ এবং আল আমিন।

মেট্রো থেকে চট্টগ্রাম পিছিয়ে আছে ২১৬ রানে, হাতে সাত উইকেট। ব্যাটসম্যানরা বিশেষ কিছু না করতে পারলে এই ম্যাচটি ইনিংসে হারতে পারে চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৪০৩/১০ (১০৮.৪ ওভার)
(সাদমান ১৭৮, আল আমিন ৮৩, শামসুর ৫০; হাসান ৩/৭২)
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ৯১/১০ (৩০.৫ ওভার)
(সাদিকুর ২২; শরিফুল্লাহ ৪/৩০, তাসকিন ৩/৩৪)
চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৯৬/৩ (৩৪ ওভার) (ফলোঅন)
(পিনাক ৫৫*; তাসকিন ১/১৬)