এনসিএল

এবাদতের বোলিংয়ে প্রথম দিন সিলেটের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:26 শনিবার, 02 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে এবাদত হোসেনের বোলিং তোপে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছে বরিশাল বিভাগ। জবাবে এক উইকেটে ৮২ রান করে প্রথম দিন শেষ করেছে সিলেট। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে স্বস্তিতে ছিল না বরিশাল। দলীয় ৩৫ রানের মধ্যেই চার উইকেট হারায় দলটি। ওপেন করতে নামা শাহরিয়ার নাফিসকে শূন্য রানে ফেরান এবাদত হোসেন।

সিলেট বিভাগের এই পেসার অধিনায়ক ফজলে রাব্বিকেও ফিরিয়ে দেন শূন্য রানে। ওপেন করতে নামা মোহাম্মদ আশরাফুলও এ দিন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ফিরে যান ২০ রানে। তাঁকে বোল্ড করে ফেরান এনামুল হক জুনিয়র।

এরপর এবাদতের তৃতীয় শিকার হয়ে ফেরেন রাফসান আল মাহমুদ (১০)। তারপর হাল ধরেন নুরুজ্জামান। তাঁর ব্যাটে আসে ৪০ রান। এরপর লেজের সারির ব্যাটসম্যানদের প্রচেষ্টায় ১৫০ রান পার করে বরিশাল।

সোহাগ গাজি ২৩, সালমান হোসেন ২৫ ও মনির হোসেন ১৮ রান করেন। সিলেট বিভাগের হয়ে পাঁচ উইকেট নেন এবাদত হোসেন। নাসুম আহমেদ নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও এনামুল হক জুনিয়র।

সিলেট ব্যাটিং করতে নামলে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান করেন ইমতিয়াজ হোসেন ও শানাজ আহমেদ। রাফসান আল মাহমুদের বলে ৪৮ রানে ফিরে যান ইমতিয়াজ। শানাজের (৩২*) সঙ্গে দলটির হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়র (২*)।

সংক্ষিপ্ত স্কোরঃ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ৫৭.১ ওভারে ১৬২/১০ (নুরুজ্জামান ৪০, সালমান ২৫; এবাদত ৫/৩৬, নাসুম ৩/৫৭)
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৮২/১ (৩২ ওভার)
(ইমতিয়াজ ৪৮, শানাজ ৩২*; রাফসান ১/৬)