এনসিএল

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:12 শনিবার, 02 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ঢাকা মেট্রো করেছে চার উইকেটে ৩৫৭ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো।

শুরতেই ওপেনার আজমির আহমেদের (০) উইকেট হারায় মেট্রো। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন শামসুর রহমান শুভ।

দেখেশুনে খেলে দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির করেই অবশ্য ফিরে যান শুভ। তাঁর ৫০ রানের ইনিংসে ছিল আটটি চারের মার।

শুভ ফেরার পর অধিনায়ক মার্শাল আইয়ুবের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন সাদমান। মার্শাল আইয়ুব ৪০ রানে ফিরে যান।

তারপর আল আমিনের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েন বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান। দেখেশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন তিনি। দুর্ভাগ্য আল আমিনের। ব্যক্তিগত ৮৩ রানে মেহেদী হাসান রানার বলে ফিরে যান তিনি।

প্রথম দিনে ১৬২ রানে অপরাজিত সাদমান। ২১টি চার ও দুটি ছক্কায় এমন সংগ্রহ করেন তিনি। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক জাবিদ হোসেন (৭*)। চট্টগ্রামের হয়ে ৬৫ রান খরচায় দুই উইকেট নেন হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৩৫৭/৪ (৯০ ওভার)
(সাদমান ১৬২*, আল আমিন ৮৩, শামসুর ৫০; হাসান ২/৬৫)