এনসিএল

মিরপুরে রাজ্জাকময় দিন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:47 শনিবার, 02 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে আব্দুর রাজ্জাকের মাইলফলকের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ। জবাবে দুই উইকেটে ২৪ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে খুলনা।

খুলনার হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন এনামুল হক বিজয় (১১*) এবং তুষার ইমরান (১*)। ইমরুল কায়েস (৬) ও মইনুল ইসলামের (২) উইকেট নিয়েছেন রবিউল হক। 

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮০ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর। দলটির উদ্বোধনী জুটি ভাঙে ৩৮ রানে। মাহমুদুল হাসানকে (২৪) ফেরান আব্দুল হালিম।

এরপর জুটি গড়তে গিয়ে ব্যর্থ হন মেহেদী মারুফ এবং সোহরাওয়ার্দী শুভ। ব্যক্তিগত ২৬ রানে আব্দুল রাজ্জাকের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফেরেন মারুফ।

তারপর ফিরে যান ঘরোয়া লিগের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম। ব্যক্তিগত ১৪ রানে মেহেদী হাসানের শিকার হয়ে ফেরেন তিনি। তারপর সোহরাওয়ার্দীকে সঙ্গ দিতে উইকেটে আসেন নাসির হোসেন।

৫৯ রানের জুটি গড়েন তারা। নাসিরকে ৪০ রানে বোল্ড করেন রাজ্জাক। ৩৪ রানে মেহেদীর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন সোহরাওয়ার্দী। এরপরের সবগুলো উইকেটই নেন রাজ্জাক।

আরিফুল হকের ২৭ এবং রিশাদ হোসেনের ৪২ রানের কল্যাণে দুইশ পেরিয়ে যায় রংপুর। রিশাদ ৪২ রান করেন মাত্র ৩২ বল খেলে, একটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে।

খুলনার অধিনায়ক রাজ্জাক ৬৯ রান খরচায় সাত উইকেট নেন। মেহেদী হাসানের শিকার দুই উইকেট। এই ম্যাচে ছয় উইকেট নেয়ার সময় বিরল একটি রেকর্ড গড়েন রাজ্জাক।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয়শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রাজ্জাক। এই ম্যাচে সাত উইকেট নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজ্জাকের মোট উইকেট সংখ্যা এখন ৬০১টি।

সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২২৪/১০ (৮১.১ ওভার)
(রিশাদ ৪২, নাসির ৪০; রাজ্জাক ৭/৬৯)
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ ২৪/২ (৯ ওভার)
(এনামুল ১১*, ইমরুল ৬, রবিউল ২/৬)