জাতীয় লিগ

রাজ্জাকের অনন্য কীর্তি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:38 শনিবার, 02 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে রংপুর বিভাগের ব্যাটসম্যান রবিউল হককে বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি এই স্পিনার। মাইলফলক থেকে ৬ উইকেট পিছিয়ে থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড খেলতে নেমেছিলেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য রাজ্জাক।

চতুর্থ রাউন্ডের প্রথম দিন দুর্দান্ত বোলিংয়ে ৬৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন রাজ্জাক। আর তাতেই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার পা রাখলেন অনন্য এই উচ্চতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটও নেই আর কোনো বাংলাদেশি বোলারের।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে আছেন আরেj বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। তাঁর দখলে রয়েছে ৪৭৭ উইকেট।

৫০০ উইকেট ছুঁতে ১১৩ ম্যাচ লেগেছিল রাজ্জাকের। ৬০০ উইকেট পেতে তাঁর অপেক্ষা করতে হয়েছে ১৩২ ম্যাচ পর্যন্ত। সর্বোচ্চ উইকেট ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ড রাজ্জাকেরই দখলে।

রংপুরের বিপক্ষে ৭ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯তম বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার। রাজ্জাক ক্যারিয়ারে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিঃ
         
আব্দুর রাজ্জাক             ৬০০*                  
এনামুল হক জুনিয়র      ৪৭৭*                  
মোহাম্মদ শরীফ            ৩৯৩                  
মোশাররফ হোসেন       ৩৯২  
ইলিয়াস সানি                ৩৪৩