জাতীয় ক্রিকেট লিগ

জাতীয় লিগের চতুর্থ রাউন্ড শুরু শনিবার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:37 শুক্রবার, 01 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

শনিবার (২ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের খেলা। প্রথম স্তরে রাজশাহী বিভাগের বিপক্ষে মুখোমুখি হবে ঢাকা বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

প্রথম স্তরের আরেক ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলবে খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরেও যথারীতি অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বরিশাল এবং সিলেট বিভাগ।

এরপর আরেক ম্যাচে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হবে ঢাকা মেট্রোপলিস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। প্রথম এবং দ্বিতীয় স্তরের সবকয়টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষে প্রথম স্তরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা বিভাগ। ৩ ম্যাচ খেলে একটিতে জয়ের দেখা পেয়েছে তারা। যেখানে ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। 

তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ। ৩ ম্যাচে একটি জয় এবং একটি ড্র করেছে রাজশাহী। ঢাকা বিভাগের সবগুলো ম্যাচী ড্র হয়েছে এবং রংপুর দুটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। আর একটিতে পরাজিত হয়েছে তারা। 

দ্বিতীয় স্তরে শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগ। ৩ ম্যাচে ২টি ড্র এবং একটি জয় পেয়েছে দলটি। দুই নম্বরে থাকা বরিশাল বিভাগও ৩ ম্যাচে ২টিতে ড্র এবং একটিতে জয়ের দেখা পেয়েছে। রান রেটে পিছিয়ে থাকায় চট্টগ্রামের পরে অবস্থান তাদের।

তিন নম্বরে থাকা সিলেট ৩ ম্যাচে একটিতে জয় পেলেও হেরেছে বাকি দুই ম্যাচে। সিলেটের পরে চার নম্বরে থাকা ঢাকা মেট্রো ২টিতে ড্র করেছে এবং বাকি এক ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে।