বরিশাল-ঢাকা মেট্রো

আশরাফুলের দেড়শ রানের ম্যাচ ড্র

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:36 মঙ্গলবার, 29 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

 

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রোর মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচটি ড্র হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম তিন দিনই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আজ শেষ দিন টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ। অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এছাড়াও সোহাগ গাজি এবং সালমান হোসেন হাফসেঞ্চুরি করেন। ঢাকা মেট্রোর পক্ষে ১১৪ রানে ৩ উইকেট নেন শরিফুল্লাহ। এছাড়াও একটি করে উইকেট পান মানিক খান এবং শহিদুল ইসলাম। 

বরিশালে ৩১২ রানে ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে বিনা উইকেটে ৩৪ রান সংগ্রহ করে মার্শাল আইয়ুবের ঢাকা মেট্রো। দুই ওপেনার সাদমান ইসলাম এবং রাকিন আহমেদ অপরাজিত থাকেন ১৭ রান নিয়ে। 

সংক্ষিপ্ত স্কোরঃ

বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ৩১২/৫ (ডিক্লে) (৭২.৪ ওভার) (আশরাফুল ১৫০*, গাজি ৬৮; শরিফুল্লাহ ৩/১১৪) 

ঢাকা মেট্রোঃ ৩৪/০ (১২ ওভার) (রাকিন ১৭*, সাদমান ১৭*; গাজি ০/৮)