সিলেট-চট্টগ্রাম

দুই দিনেই জিতল চট্টগ্রাম

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:51 মঙ্গলবার, 29 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগকে নয় উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দুই দিন খেলাই হয়নি। বাকি দুই দিনে বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং পিনাক ঘোষের সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম।

আগের দিন ছয় উইকেটে ১৯১ রান তোলা চট্টগ্রাম এ দিন নিজেদের প্রথম ইনিংসে নয় উইকেটে ২২৯ রান করে ইনিংস ঘোষণা করেছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অংকন করেছেন ২৯ রান। সিলেটের হয়ে আবু জায়েদ রাহী ৮৬ রান খরচায় চার উইকেট নেন।

প্রথম ইনিংসে ১৬৩ রানে অলআউট হওয়া সিলেট নিজেদের দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং করেনি। ১০৯ রানে অলআউট হয় তারা। অধিনায়ক অলক কাপালি করেন সর্বোচ্চ ৩১ রান। এ ছাড়া রেজাউর রহমান ১৬ ও শাহানুর রহমান ১৪ রান করেন।

এই তিনজন ছাড়া সিলেটের কোনও ব্যাটসম্যান দুই অংক স্পর্শই করতে পারেননি। চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রানা পাঁচ উইকেট নেন। দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও ইরফান হোসেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা চট্টগ্রামের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৪ রানের। ওপেনার সাদিকুর রহমানের (৮) উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। ইরফান শুক্কুর ২৬ ও পিনাক ঘোষ ১০ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৪৪.২ ওভারে ১৬৩/১০ (অলক কাপালি ৪২, ইমতিয়াজ ২৪; ইরফান ৬/৫৭, হাসান মাহমুদ ৩/৪৯)।

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ৪৩.২ ওভারে ২২৯/৯ (ইনিংস ঘোষণা) (পিনাক ১০০, সাদিকুর ৩৭; রাহি ৪/৮৬)।

সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৩৯ ওভারে ১০৯/১০ (কাপালি ৩১, রেজাউর ১৬*; রানা ৫/৩০)

চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৬.৪ ওভারে ৪৫/১ (লক্ষ্য ৪৪) (ইরফান ২৬*, পিনাক ১০*; শাহানুর ১/৯)