ঢাকা- খুলনা

বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি, রান পাহাড়ে খুলনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:43 মঙ্গলবার, 29 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

 সংক্ষিপ্ত স্কোরঃ

খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ ৩৭১/১০ (১১১.১ ওভার) (বিজয় ১২৬, তুষার ৫৫, মিঠুন ৪৫; তাইবুর ৩/৪১)

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৬/১০ (১১০ ওভার) (রনি ৭৩, সাইফ ৭২, রকিবুল ৫৬, জয়রাজ ৫১; মেহেদী ৪/৯২)

খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৩০১/৩ (৭৭ ওভার) (বিজয় ১৫১*, সোহান ৬১*; অপু ২/১০৫)

খুলনার ইনিংস ঘোষণাঃ লাঞ্চ বিরতির পর দারুণ ব্যাটিং করে দেড়শ রানের কোটা পার করেন ওপেনার বিজয়। এরপরেই ৩ উইকেটে ৩০১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে খুলনা বিভাগ। ফলে ৩৫৬ রানের বিশাল লিড পায় তারা। বিজয় ১৫১ এবং সোহান ৬১ রানে অপরাজিত থাকেন। 

বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরিঃ ১৬১ রানে তিন নম্বর উইকেট হারানোর পর বিজয় এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের দৃঢ় ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় খুলনা।

বিরতির আগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৬১ রানে অপরাজিত থাকা বিজয়। এর আগে প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গী সোহান তুলে নিয়েছেন দারুণ একটি হাফসেঞ্চুরি। 

তুষারের বিদায়ঃ ২ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করার পর ঢাকার হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাজমুল ইসলাম অপু। দলীয় ১৬১ রানের মাথায় খুলনার অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরানকে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিন সমানে সমানে লড়াই চালায় ঢাকা এবং খুলনা বিভাগ। এদিন ২০০ রানের লিড নিয়ে খেলা শেষ করে খুলনা। তৃতীয় দিন দুই উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে দলটি।