এনসিএল

রংপুরকে এগিয়ে রাখলেন সোহরাওয়ার্দী-তানবীররা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:54 সোমবার, 28 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৫৬ রানের লিড পেয়েছে রাজশাহী বিভাগ। ম্যাচের তৃতীয় দিন শেষে রংপুর বিভাগ প্রথম ইনিংসে করেছে ২৭৪ রান। জবাবে রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসে করেছে ছয় উইকেটে ১২৯ রান।

রংপুর বিভাগের হয়ে সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান এবং তানবীর হায়দার দুটি করে উইকেট পেয়েছেন।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৪ রান এসেছে অভিজ্ঞ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে। উইকেটরক্ষক শাকির হাসান করেছেন ২৯ রান। উইকেট পাহারায় আছেন মোক্তার আলী (১৯*) এবং সানজামুল ইসলাম (২*)।

দ্বিতীয় দিন ছয় উইকেটে ২৬৩ রানে থাকা রংপুর তৃতীয় দিন সকালে ২৭৪ রানে অলআউট হয়েছে। কাঙ্খিত হাফ সেঞ্চুরি পেয়েছেন নাসির হোসেন (৬২ রান)। রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম তিন উইকেট নেন।

প্রথম ইনিংসে অধিনায়ক ফরহাদ হোসেনের ৬০, নাজমুল হোসেন শান্তের ৩৪ রানের সুবাদে ২০১ রান করে রাজশাহী। রংপুরের হয়ে লেগস্পিনার রিশাদ হোসেন ৫০ রান খরচায় পাঁচ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ২০১/১০ (৭১.৪ ওভার)
(ফরহাদ ৬০, শান্ত ৩৪; রিশাদ ৫/৫০)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২৭৪/১০ (১১৮.৫ ওভার)
(মারুফ ৭৮, নাসির ৬২, নাঈম ৫৪, আরিফুল ৪৭; সানজামুল ৩/৮৬)
রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১২৯/৬ (৭৬ ওভার)
(জুনায়েদ ৩৪, শাকির ২৯; মাহমুদুল ২/২১)