জাতীয় লিগ

পিনাকের প্রথম সেঞ্চুরিতে লিডে চট্টগ্রাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:04 সোমবার, 28 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় সিলেট বিভাগের বিপক্ষে ২৮ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। প্রথম দুই দিন বৃষ্টিতে মাঠে গড়ায়নি ম্যাচ। সোমবার তৃতীয় দিন খেলা হলে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখান চট্টগ্রামের ক্রিকেটাররা। পেসার ইরফান হোসেন নিয়েছেন ৬ উইকেট, সেঞ্চুরি হাঁকিয়েছেন পিনাক ঘোষ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এ দিন টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের পেসার ইরফান হোসেনের তোপের মুখে পড়েন সিলেটের ব্যাটসম্যানরা। ১৬৩ রানেই রাজশাহীকে গুটিয়ে দেয় চট্টগ্রাম।

দুর্দান্ত বোলিং করে একাই ৬ উইকেট তুলে নেন ইরফান হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটটে এটি ইরফানের প্রথম পাঁচ উইকেট। নিজের সপ্তম ম্যাচেই এই কীর্তি করেন ২৩ বছর বয়সী এই পেসার।

এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম। শুরুতেই হোঁচট খায় তারা, দলীয় ১৯ রানেই ইরফান শুক্কুরের উইকেট হারায় দলটি। এরপর দলের হাল ধরেন পিনাক ঘোষ। আরেক ওপেনার সাদিকুর রহমানের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি।

অধিনায়ক মুমিনুল হককে নিয়ে ৮২ রানের জুটি গড়েন পিনাক। দুর্দান্ত ব্যাটিং করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন পিনাক। ১০০ রান করে আউট হন তিনি।

তাঁর বিদায়ের পর দ্রুত উইকেট হারায় চট্টগ্রাম। দিন শেষে ৬ উইকেট হারিয়েছে তারা। ৩৩ ওভার ব্যাটিং করে ১৯১ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম বিভাগ। 

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি এবং এনামুল হক জুনিয়র। একটি উইকেট পেয়েছেন ইমরান আলী।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট বিভাগঃ ৪৪.২ ওভারে ১৬৩/১০ (অলক কাপালি ৪২, ইমতিয়াজ ২৪; ইরফান ৬/৫৭, হাসান মাহমুদ ৩/৪৯)।

চট্টগ্রাম বিভাগঃ ৩৩ ওভারে ১৯১/৬ (পিনাক ১০০, সাদিকুর ৩৭; রাহি ২/৬৪, এনামুল ২/৩৫)।