এনসিএল

নাসিরের ব্যাটের দিকে তাকিয়ে রংপুর

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:06 রবিবার, 27 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে ৬২ রানের লিড পেয়েছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ২৬৩ রান করেছে। তৃতীয় দিন শুরু করবেন নাসির হোসেন (৪৪*) ও ধীমান ঘোষ (৫*)।  

আগের দিন দুই উইকেট হারানো রংপুরকে স্বপ্ন দেখান মেহেদী মারুফ এবং নাঈম ইসলাম। দুজন মিলে ১২৭ রানের জুটি গড়েন। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। অবশ্য ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মারুফ ও নাঈম।

৭৮ রানে ফিরে যান মারুফ। অভিজ্ঞ নাঈমের ব্যাটে আসে ৫৪ রান। এরপর আরিফুল হকের ৪৭ রানের কল্যাণে লিড নেয়ার পথে এগিয়ে যায় রংপুর। নাসির হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন।

রাজশাহীর বোলারদের মধ্যে দুই উইকেট নেন ইফতেখার সাজ্জাদ। একটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন, তাইজুল ইসলাম ও সাকলাইন সজীব। 

প্রথম দিনে অধিনায়ক ফরহাদ হোসেনের ৬০, নাজমুল হোসেন শান্তের ৩৪ রানের সুবাদে দুইশ রান ছুঁতে পেরেছে রাজশাহী। রংপুরের হয়ে লেগস্পিনার রিশাদ হোসেন ৫০ রান খরচায় পাঁচ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ২০১/১০ (৭১.৪ ওভার)
(ফরহাদ ৬০, শান্ত ৩৪; রিশাদ ৫/৫০)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২৬৩/৬ (১০৭ ওভার)
(মারুফ ৭৮, নাঈম ৫৪, আরিফুল ৪৭, নাসির ৪৪*; সাজ্জাদ ২/৫৯)