এনসিএল

রাজশাহী-রংপুরের ম্যাচে বোলারদের দাপট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:34 শনিবার, 26 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। জবাবে রংপুর বিভাগ প্রথম ইনিংসে দুই উইকেটে ৩২ রান করে দিন শেষ করেছে।

১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে রংপুর বিভাগ। রংপুরের হয়ে উইকেটে আছেন ওপেনার মেহেদী মারুফ (১৯*) এবং অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম (৬*)।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১২ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে রংপুর। মাহমুদুল হাসান (২) এবং সোহরাওয়ার্দি শুভ (১) দুজনেই ব্যর্থ হয়ে ফিরে যান। রাজশাহী বিভাগের হয়ে দেলোয়ার হোসেন ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

এর আগে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেনি রাজশাহীর ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার সাব্বির হোসেনের (৫) উইকেট হারায় তারা। 

ব্যর্থ হয়েছে জুনায়েদ সিদ্দিকীও (৭)। ওপেনার সাব্বিরকে ফেরানোর পর অভিজ্ঞ এই ক্রিকেটারকেও রংপুরের অধিনায়ক সাজেদুল ইসলাম।

এরপর শুধুই রিশাদ হোসেনের চমক। এই লেগ স্পিনার একে একে তুলে নেন মিজানুর রহমান (২৪), নাজমুল হোসেন শান্ত (৩৪), সাব্বির রহমান (৮) ও সানজামুল ইসলামকে (১০)। দলীয় ১২৫ রানের মধ্যেই ছয় উইকেট হারায় রাজশাহী। 

স্রোতের বিপরীতে একাই লড়াই চালিয়ে যান রাজশাহীর অধিনায়ক ফরহাদ হোসেন। তাঁর ব্যাটে আসে সর্বোচ্চ ৬০ রান। শেষের দিকে মোক্তার আলীর ব্যাটে আসে ১৬ রান।

রংপুরের হয়ে ৫০ রান খরচায় পাঁচ উইকেট নেন রিশাদ। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নেন অধিনায়ক সাজেদুল ইসলাম এবং সোহরাওয়ার্দি শুভ।

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ২০১/১০ (৭১.৪ ওভার)
(ফরহাদ ৬০, শান্ত ৩৪; রিশাদ ৫/৫০)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ৩২/২ (১৬ ওভার)
(মারুফ ১৯*, নাঈম ৬*; তাইজুল ১/৬)