এনসিএল

বৃষ্টিতে মাঠে গড়ায়নি দ্বিতীয় স্তরের দুটি ম্যাচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:04 শনিবার, 26 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

টানা বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের দুটি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ দুটিতে টসও অনুষ্ঠিত হয়নি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ইতোমধ্যে মুখোমুখি হওয়ার কথা ছিল বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রোর। কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি হওয়ায় খেলা শুরু হওয়ার সময় ভেজা আউটফিল্ড রয়ে গিয়েছে। 

একই কারণে খেলা হয়নি রাজশাহীতেও। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের। কিন্তু এই ম্যাচেও টস হয়নি।

খেলা মাঠে গড়ানো সম্ভব নয় বলে দুই জায়গাতেই কর্তব্যরত আম্পায়াররা প্রথম দিনের খেলাকে পরিত্যক্ত ঘোষণা করেছে।

এই দুই ম্যাচ না হলেও জাতীয় লিগের বাকি দুই ম্যাচ এখনও চলছে। প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ ৫৮.৩ ওভারে দুই উইকেটে ১৮২ রান। ম্যাচ চলছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠেও।

প্রথম স্তরের ম্যাচটিতে রংপুর বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে রাজশাহী বিভাগ। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ৫২ ওভারে ছয় উইকেটে ১৫৭ রান।