এনসিএল

জরিমানার পর স্কোয়াড থেকেও বাদ নাসির

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:55 শুক্রবার, 25 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রিকেটারদের ধর্মঘট শেষে শনিবার (২৬ অক্টোবর) থেকে আবারও মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এদিন কক্সবাজারে রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামবে রংপুর বিভাগ। কিন্তু এই ম্যাচে রংপুরের স্কোয়াডে রাখা হয়নি নাসির হোসেনকে।

রংপুরের কোচ জাফরুল এহসান ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত শৃঙ্খলাজনিত কারণে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন নাসির। যে কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় তাঁকে। এবার পরবর্তী রাউন্ডে স্কোয়াড থেকে বাদ পড়লেন এই অলরাউন্ডার।

ঢাকা বিভাগের ব্যাটসম্যান জয়রাজ শেখ ইমনের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেছিলেন রংপুরের লেগ স্পিনার তানবীর হায়দার। সে সময় মাঠে দায়িত্ব পালন করছিলেন রিজার্ভ আম্পায়ার আসাদুর রহমান।

তিনি এই আবেদনে সাড়া না দেয়ায় রংপুরের অধিনায়ক নাসির হোসেন প্রথমে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে গালিও দিয়ে বসেন। আম্পায়ারকে গালি দেয়ার বিষয়টি অবশ্য সেদিন অস্বীকার করেছিলেন নাসির। 

নাসির বলেছিলেন, 'আসলে তেমন কিছুই হয়নি। আমি আবেদন করেছিলাম। এরপর সামান্য ভুল বোঝাবোঝি হয়েছে। আমি দুঃখিত, আবারও বলছি বিষয়টি একেবারেই ভুল বোঝাবোঝি ছিল। ম্যাচে এমন ছোট ছোট ঘটনা হয়ই।'

নাসিরের সঙ্গে সেদিন জরিমানা করা হয়েছিল ঢাকা বিভাগের স্পিনার নাজমুল ইসলাম অপুকেও। অপুও আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করে শাস্তির খড়্গে পড়েন। তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।