ক্রিকেটারদের ধর্মঘট

ধর্মঘটে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 14:21 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের শীর্ষ স্থানীয় ক্রিকেটাররা মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন সোমবার বিকেলে। সূত্র মতে ক্রিকেটাররা ধর্মঘটে যেতে পারেন। এর ফলে বাংলাদেশের আসন্ন ভারত সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গত মাসেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর ফ্র্যাঞ্চাইজিদের ছাড়াই আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আয়ের উৎস কমে গেছে বলে মনে করেন ক্রিকেটাররা।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি না বাড়ানোর কারণে অনেক দিন থেকেই অসন্তুষ্ট স্থানীয় ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে তাদের ম্যাচ ফি বাড়ানোর আশ্বাস দিয়েছিল বিসিবি।

যদিও সেই আশ্বাস পূরণ না করেই জাতীয় ক্রিকেট লিগ শুরু করেছে বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত ক্রিকেটারদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও সন্তুষ্ট নয় ক্রিকেটাররা।

কদিন আগেই দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান ক্রিকেটারদের দমিয়ে রাখা হচ্ছে। সব ক্রিকেটাররা সমান সুযোগ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি যেটা অনুভব করি, এখানে দেশি ক্রিকেটারদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়। যা খুবই খারাপ। আমার মনে হয় সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। যে ক্রিকেটার যেটা প্রাপ্য মনে করে তাকে সেটার জন্য ছেড়ে দেয়া উচিত। ক্রিকেটারদের আটকে রাখা কোনোভাবেই ঠিক নয়।’