এনসিএল

সেরা পাঁচে তিনজনই স্পিনার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 13:48 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানে আছেন রাজশাহী বিভাগের স্পিনার তাইজুল ইসলাম। দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ স্পিনারের উইকেট সংখ্যা ১১টি।

এর মধ্যে ইনিংস সর্বোচ্চ বোলিং ফিগার ১০৫ রান খরচায় পাঁচ উইকেট এবং ম্যাচ সেরা বোলিং ফিগার ১৯৭ রান খরচায় নয় উইকেট। ৩০.৩৬ গড়ে উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ঢাকা বিভাগের পেসার সুমন খান। দুটি ম্যাচের তিন ইনিংসে বোলিং করে ১৮.১১ গড়ে নয়টি উইকেট পেয়েছেন তিনি। ইনিংস সেরা বোলিং ফিগার ৫০ রান খরচায় পাঁচ উইকেট।

তালিকার তৃতীয় স্থানে আছেন খুলনা বিভাগের অধিনায়ক আব্দুর রাজ্জাক। সুমনের সমান ইনিংস বোলিং করে একই সংখ্যক উইকেট লাভ করেছেন দেশের অন্যতম সেরা এই স্পিনার।

খুলনার আরেক বোলার আল আমিন হোসেন আছেন এই তালিকার চতুর্থ স্থানে। এই পেসার চার ইনিংসে বোলিং করে ১২ গড়ে নিয়েছেন আটটি উইকেট। ইনিংস সেরা বোলিং ফিগার ১৭ রান খরচায় চার উইকেট এবং ম্যাচ সেরা বোলিং ফিগার ৩৭ রান খরচায় পাঁচ উইকেট। 

তালিকার পঞ্চম স্থানে আছেন চট্টগ্রাম বিভাগের স্পিনার নাঈম হাসান। মাত্র এক রাউন্ড খেলেছেন নাঈম। আর একটি ম্যাচ খেলেই ১৪.৫০ গড়ে আট উইকেট নিয়েছেন উদীয়মান এই স্পিনার। তাঁর ম্যাচ সেরা বোলিং ফিগার ১১৬ রান খরচায় আট উইকেট।

তাইজুল এবং সুমন ছাড়া পাঁচ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আরও তিন বোলার। এরা হলেন বরিশাল বিভাগের কামরুল ইসলাম রাব্বি, ঢাকা মেট্রোর দুই বোলার আরাফাত সানি এবং আবু হায়দার রনি।