জাতীয় লিগ

আম্পায়ারকে গালি দিয়ে শাস্তির মুখে নাসির-অপু!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:13 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আম্পায়ারকে গালি দিয়েছেন রংপুর বিভাগের নাসির হোসেন এবং ঢাকা বিভাগের নাজমুল ইসলাম অপু। এমন ঘটনায় জরিমানা গুনতে হচ্ছে দুই ক্রিকেটারকেই। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে নাসিরকে এবং অপু দেবেন ২০ শতাংশ।

রংপুরের লেগ স্পিনার তানভির হায়দার ঢাকার জয়রাজ শেখ ইমনের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেন। সে সময় মাঠে ছিলেন রিজার্ভ আম্পায়ার আসাদুর রহমান। তিনি আবেদনে সাড়া দেননি। তাই রংপুরের অধিনায়ক নাসির হোসেন প্রথমে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে গালিও দিয়ে বসেন।

এই ম্যাচেই ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপুও একই ঘটনা ঘটান। আবেদনে সাড়া না দেয়ায় আম্পায়ারকে গালি দেন তিনিও। দুইজনের বিরুদ্ধে ম্যাচ রেফারি সামিউর রহমানের কাছে অভিযোগ করেন কর্তব্যরত আম্পায়ার।

দেশের শীর্ষস্থানীয় একটি প্রত্রিকাকে ম্যাচ শেষে আম্পায়ার আসাদুর বলেন, 'হ্যাঁ, ঘটনা সত্যি। আমি নিয়ম অনুসারে ঘটনাটি ম্যাচ রেফারিকে জানিয়েছি। তিনিই ব্যবস্থা নেবেন। কি বলেছিল বা কি হয়েছিল সেই ঘটনার বর্ণনা আমি দিতে পারবো না।'

এ প্রসঙ্গে ম্যাচ রেফারি সামিউর বলেন, 'চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রিজার্ভ আম্পায়ার আসাদুর রহমানকে গালি দেয় নাসির  হোসেন। অপুও একই কাজ করে। আমি ম্যাচ শেষে লেভেল-১ আচরণবিধি ভঙ্গ করার কারণে নাসিরকে ২৫ ও অপুকে ম্যাচ ফির ২০ সতাংশ জরিমানা করেছি। তবে আমি তাদের শুনানিতে ডাকিনি।'

আম্পায়রকে গালি দেয়া নিয়ে নাসির বলেন, 'আসলে তেমন কিছুই হয়নি। আমি আবেদন করেছিলাম। এরপর সামান্য ভুল বোঝাবোঝি হয়েছে। আমি দুঃখিত, আবারো বলছি বিষয়টি একেবারেই ভুল বোঝাবোঝি ছিল। এমন ছোট ছোট ঘটনা হয়ই।'

যদিও গালি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অপু। তিনি বলেন, 'আসলে নিশ্চিত আউট ছিল, আম্পায়ার  দেননি। তাই একটু রেগে গিয়েছিলাম। তবে আমি গালি দেইনি। আর ম্যাচ রেফারি আমাকে ডাকেননি যে আত্মপক্ষ সমর্থন করবো। কিন্তু এটি সত্যি করেই বলছি গালি দেয়নি।’

নাসির হোসেন ইনজুরি ও নাজমুল অপু অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন। দু’জনের লক্ষ্য জাতীয় লিগে ভালো করে দলে ফেরার। কিন্তু মাঠের এমন ঘটনা তাদের জন্য সমস্যাই তৈরি করতে পারে বলে মনে করেন দুই বিভাগের কর্মকর্তারা।