জাতীয় ক্রিকেট লিগ

আট হাজারি ক্লাবে আশরাফুল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 10:55 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরিতে এই মাইলফলকে পৌঁছান আশরাফুল।

আর তাতেই সংক্ষিপ্ত এই তালিকায় নিজের নাম তোলেন এক সময়ের এই তারকা ক্রিকেটার। আশরাফুলের আগে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের কীর্তি রয়েছে তুষার ইমরান, অলক কাপালী, নাঈম ইসলাম, রাজিন সালেহ এবং ফরহাদ হোসেনের।

ব্যাট হাতে ১১ হাজার ৪৭৮ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক তুষার ইমরান। ৮ হাজার ৮৮৫ রান করে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন অলক কাপালি।

এ ছাড়া ৮ হাজার ৫০৮ রান করে এই তালিকায় তিন নম্বরে আছেন নাঈম ইসলাম। ৮ হাজার ৪৮১ রান করে চার নম্বরে রাজিন সালেহ। ৬ নম্বরে থাকা ফরহাদ হোসেনের রান সংখ্যা ৮ হাজার ২৯৯ রান।

বরিশালের হয়ে এবারের জাতীয় লিগে খেলা আশরাফুল ৮ হাজার রানের মাইলফলক থেকে ৬৩ রান দূরে থেকে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিলেন। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২১ রান।

দ্বিতীয় ইনিংসে ৪২ রান করেই রেকর্ড স্পর্শ করেন আশরাফুল। এরপর আরও ১৮ রান যোগ করে ৬০ রানে আউট হন তিনি। চট্টগ্রামের বিপক্ষে বরিশাল বিভাগের এই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।