সিপিএল

সিপিএলের দ্বিতীয় শিরোপা জিতলেন সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:41 রবিবার, 13 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ফাইনালে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস ২৭ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে। বার্বাডোজের দেয়া ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৪৪ রানে থামে গায়ানার ইনিংস। তিন বছর আগে এই গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়েই প্রথম সিপিএল শিরোপা উঁচিয়ে ধরেছিলেন সেবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলা সাকিব। 

এবারের সিপিএলের ফাইনালে অবশ্য ব্যাট কিংবা বল হাতে ভালো করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটিংয়ে নেমে ১৫ রান করে রান আউটের শিকার হন সাকিব। এরপর ২ ওভার বোলিং করে ১৮ রান খরচায় উইকেট শূন্য থাকেন তিনি। 

সাকিব নিস্প্রভ থাকলেও জয় পেতে বেগ পেতে হয়নি বার্বাডোজকে। এর মূল কৃতিত্ব দিতে হবে বার্বাডোজের বাঁহাতি পেসার রেইমন রেইফারকে। মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নিয়ে জয়ের জন্য বড় ভূমিকা রাখেন হ্যারি গার্নি এবং অ্যাশলে নার্স। 

ফাইনাল এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বার্বাডোজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। এরপর খেলতে নেমে বাঁহাতি ব্যাটসম্যান জনাথন কার্টারের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বার্বাডোজ। ৪ ছয় এবং ৪ চারের সাহায্যে মাত্র ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন কার্টার। 

দুই ওপেনার জনসন চার্লস এবং অ্যালেক্স হেইলস যথাক্রমে ৩৯ এবং ২৮ রান করেন। গায়ানার পক্ষে একটি করে উইকেট পান ইমরান তাহির, বেন লফলিন, রোমারিও শেফার্ড এবং কিমো পল। বার্বাডোজের দেয়া ১৭২ রানের জবাবে খেলতে নেমে সর্বোচ্চ ৪৩ রান করতে পেরেছেন গায়ানার ওপেনার ব্যান্ডন কিং। এছাড়াও উইকেট রক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান ২৪ এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান কিমো পল ২৫ রান করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ 

বার্বাডোজ ট্রাইডেন্টসঃ ১৭১/৬ (২০ ওভার) (কার্টার ৫০*, চার্লস ৩৯; তাহির ১/২৪)

গায়ানা আমাজন ওয়ারিয়র্সঃ ১৪৪/৯ (২০ ওভার) (কিং-৪৯, পল ২৫; রেইফার ৪/২৪)