ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ

উদ্বোধনী দিনে উত্তরা-সিটি ক্লাবের জয়

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:12 শনিবার, 12 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রথম বিভাগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা উঠেছে শনিবার। উদ্বোধনী দিনে জয় পেয়েছে উত্তরা ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব, বিকেএসপি এবং কলাবাগান ক্রিকেট ক্লাব। প্রথম দিনেই চমক দেখিয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

'এ' গ্রুপের ম্যাচে সূর্য তরুণ ক্লাবকে উড়িয়ে দিয়েছে উত্তরা ক্রিকেট ক্লাব। সূর্য তরুণকে ৭৬ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় উত্তরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়াহিদুজ্জামান (২৪) ও হাসান কবির (২১) ছাড়া সূর্য তরুণের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছুতে পারেননি।

তিন ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে সূর্য তরুণকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন জুবায়ের হোসেন। সূর্য তরুণের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেম ওপেনার রাফিউজ্জামানের ৩৪ ও সজীব হোসেনের অপরাজিত ৩৬ রানে বড় জয় পায় উত্তরা।

'বি' গ্রুপের ম্যাচে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে সিটি ক্লাব। আগে ব্যাট করে সিটি ক্লাব ৮ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। মইনুল ইসলামের ৫৭ ও আবু বকর সিদ্দিকের ৩৩ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ নিশ্চিত করে দলটি। 

ওরিয়েন্টের আল ইমরান ও মনির আলম নেন তিনটি করে উইকেট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওরিয়েন্টের ইনিংস গুটিয়ে যায় ৬৫ রানে। ৮ রান খরচায় ৪ উইকেট নেন সিটি ক্লাবের আসাদ মন্ডল। ফলে ১০৯ রানের ব্যবধানে জয় পায় সিটি ক্লাব।

'সি' গ্রুপের ম্যাচে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ৬ উইকেটের ব্যববধানে হারিয়েছে বিকেএসপি। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে ইন্দিরা রোড। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জাহাঙ্গীর আলম স্বপন। বিকেএসপির হয়ে দুটি করে উইকেট নেন হুমায়ূন আহমেদ ও মাহফুজুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে ৩৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিকেএসপি। সেখান থেকে দলকে টেনে তুলেছেন সিফাত সাদিক খান (৩৬) এবং সাজ্জাদ শাহরিয়ার (৩৯)। দুজনে অপরাজিত থেকে দলকে ৬ উইকেটের বড় জয় এনে দেন।

'ডি' গ্রুপের ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। টস জিতে ব্যাট করতে নেমে সাইদ সরকারের ৩৮ ও সাদ্দাম হোসেনের ৩২ রানে ভর করে ৬ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে আজাদ স্পোর্টিং ক্লাব।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সালাহ উদ্দিন পাপ্পুর ২৭, সাইদুর রহমান সাদের ২৬ এবং শেষদিকে কামরান হাফিজের ৭ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কলাবাগান।