সিপিএল

সিপিএলে দ্বিতীয় শিরোপার হাতছানি সাকিবের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:55 শনিবার, 12 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আরেকটি শিরোপা হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানকে। সিপিএলের সপ্তম আসরের ফাইনালে আজ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে সাকিবের বার্বাডোস ট্রাইডেন্টস। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় ম্যাচটি শুরু হবে।

আগের ছয় আসরে চারবারই ফাইনালে খেলেছে গায়ানা। যদিও কোনো আসরেই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দলটির। শোয়েব মালিকের নেতৃত্বে এবার শিরোপার আক্ষেপ ঘোচাতে চায় দলটি। প্রথম কোয়ালিফায়ারে এই বার্বাডোজকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় গায়ানা। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত গায়ানা।

২০১৪ সালের ফাইনালে গায়ানাকে হারিয়ে প্রথম ও একমাত্র সিপিএল শিরোপা জেতে সাকিবের বার্বাডোস। এর দুই বছর পর ২০১৬ সিপিএলে জ্যামাইকা তালাহওয়াশের হয়ে প্রথম সিপিএল শিরোপার স্বাদ পান সাকিব। এবার তিনি দ্বিতীয় শিরোপা ছোঁয়ার অপেক্ষায় আছেন।

গায়ানা টানা ১১ জয় তুলে নেয়ার পথে তিনবার হারিয়েছে বার্বাডোজকে। ফাইনালে জিতে তিন হারের বদলা নেয়ার অপেক্ষায় বার্বাডোস। গত শুক্রবার (১১ অক্টোবর) সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়েছে বার্বাডোস। প্রথম কোয়ালিফায়ারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩০ রানে হেরেছিলেন সাকিবরা।

যদিও দ্বিতীয় সুযোগটি কাজে লাগিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাটিংয়ে ১২ বলে ১টি করে চার ও ছয়ে ১৮ রান করেন এই বাঁহাতি অলরাউন্ডার। মিড অনে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান ত্রিনবাগোর বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরে। 

নতুন বলে অনেক খরুচে ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। প্রথম ওভারে তিনি ১৬ রান খরচা করেন। এরপর ইনিংসের ১৩তম ওভারে ফিরে খরচ সাকিব দেন ১১ রান।

২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। সিপিএলের এবারের আসরে ৫ ম্যাচ খেলে সাকিবের ব্যাট থেকে এসেছে ৯৬ রান, বল হাতে নিয়েছেন ৪ উইকেট।