'এ' দলের সিরিজ

দ্বিতীয় ম্যাচও জেতা হচ্ছে না মুমিনুলদের!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:25 রবিবার, 06 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

হাম্বানটোটায় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৬৪ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা বিনা উইকেটে ১২৬ রান তুলেছে।


উইকেটে আছেন পাথুম নিশঙ্কা (৭৫*) এবং সংগিত কোরে (৫০*)। এর আগে দ্বিতীয় দিন সাত উইকেটে ২৮৫ রানে দিন শেষ করা বাংলাদেশ তৃতীয় দিন সকালে ৩৩০ রানে অলআউট হয়।

প্রথম ইনিংসে বাংলাদেশ এদিন এগিয়েছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ৩৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন মিরাজ। শেষের দিকের ব্যাটসম্যানদের সহযোগিতায় দলকে ৬২ রানের লিড এনে দেন তিনি।

এর আগের দিন বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক মুমিনুল হক (১১৭)। এ ছাড়া ওপেনার সাদমান ইসলাম ৭৭ এবং নুরুল হাসান সোহান করেন ৩৬ রান।

শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথম ইনিংসে ২৬৮ রান করে। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটির মতো এই ম্যাচটিও যে ড্রয়ের দিকে যাচ্ছে, তা অনেকটাই অনুমেয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০ (পাথুম ৮৫, কামিন্দু ৬২; মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)।

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসঃ ৮৩.১ ওভারে ৩৩০/১০ (মুমিনুল ১১৭, সাদমান ৭৭; সিরাজ ৫/৬৩, প্রবাথ ৩/১১৪)।

শ্রীলঙ্কা ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসঃ ৩৮ ওভারে ১২৬/০ (পাথুম ৭৫*, সঙ্গীত ৫০*)।