অনূর্ধ্ব-১৯

নিউজিল্যান্ডে জয়ের সুবাস পাচ্ছে আকবরবাহিনী

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 10:52 বৃহস্পতিবার, 03 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ এর ছুড়ে দেয়া ২৪৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত আকবরবাহিনীর সংগ্রহ ৪২.৪ ওভারে তিন উইকেটে ২২২ রান।

উইকেটে আছেন মাহমুদুল হাসান জয় (৯৩*) এবং শামিম হোসেন (৮*)।


নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির বাধায় ২ অক্টোবর অনুষ্ঠিত হয়নি। এ কারণে ৩ অক্টোবর একই সময়ে ম্যাচটি পুনরায় আয়োজন করা হয়েছে। 

নিউজিল্যান্ডের লিঙ্কনের বার্ট সুটক্লিফ ওভালে গতকাল বৃষ্টির বাধায় টসই অনুষ্ঠিত হয়নি। এরপর বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা পরিচালনা করা সম্ভব নয় বলে ম্যাচটিকে এক দিন পেছানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা। 

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই নিউজিল্যান্ডের যুবাদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আকবরবাহিনী। কিউইদের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ৬৮ বল হাতে রেখেই টপকে গিয়েছে আকবর আলীর দল।