বিগ ব্যাশ

বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন রুমানা-জ্যোতিরা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:44 মঙ্গলবার, 01 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ এবং নিগার সুলতানা জ্যোতি। আগামী ৬ অক্টোবর তাঁরা অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন।

বিগ ব্যাশে স্পিন অলরাউন্ডার রুমানা খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান জ্যোতি খেলবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। মূলত আইসিসির ডেভলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন তাঁরা।

২০১৭ সালে রুমানাকে দলে নিয়েছিল ব্রিসবেন হিট এবং খাদিজা তুল কুবরা ডাক পান মেলবোর্ন স্টার্সে। যদিও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তাঁরা। এবার বেশ কিছু ম্যাচ খেলার ব্যাপারে আশাবাদী রুমানা ও জ্যোতি।

আগামী ১৮ অক্টোবর পর্দা উঠবে নারী বিগ ব্যাশের পঞ্চম আসরের। ৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টটির। অবশ্য পুরো আসরে খেলার সুযোগ পাবেন না রুমানা-জ্যোতিরা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ২৩ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। এর আগে চলতি মাসেই ভারত ‘এ’ নারী দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

আসন্ন এই সিরিজের দলে আছেন রুমানা এবং জ্যোতি। তবে আগামী ৪ অক্টোবর প্রথম ওয়ানডে খেলেই তাঁরা অস্ট্রেলিয়ার বিমান ধরবেন। সিরিজের বাকি ম্যাচগুলোতে এই দুজনের বদলি হিসেবে খেলবেন মমতা হেনা হাসনাত এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।