সিপিএল ২০১৯

কঠিন পরীক্ষায় মাঠে নামছে সাকিবের বার্বাডোস

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:24 রবিবার, 29 সেপ্টেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের দ্বিতীয় ম্যাচে সোমবার মাঠে নামছেন সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে কেনসিংটন ওভালে মুখোমুখি হবে সাকিবের দল বার্বাডোস ট্রাইডেন্টস।

রবিবার সিপিএলে নিজেদের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফর্মেন্স করেও দলকে জেতাতে পারেননি সাকিব। মাত্র এক রানে সেন্ট কিটসের বিপক্ষে হেরে যায় বার্বাডস।

যে কারণে জয়ের ধারায় ফিরতে মরিয়া এখন সাকিবরা। এ ছাড়া এই ম্যাচে হেরে গেলে নকআউটে জায়গা করে নেয়া কঠিন হয়ে যাবে তাদের জন্য।

যদিও গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে সাকিব-ডুমিনিদের। অন্যদিকে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে জুকস। এই ম্যাচে জিতলে প্লে-অফ অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।

আন্দ্রে ফ্লেচার-কলিন ডি গ্রান্ডহোমের দিকে মূলত চেয়ে থাকবে দলটি। এ ছাড়া নাজিবউল্লাহ জাদরান, অধিনায়ক ড্যারেন স্যামি এবং লাসিথ মালিঙ্গা আছেন দলে। তাই সাকিব-হেলসদের কঠিন পরীক্ষা দিতে হতে পারে এই ম্যাচে।

এদিকে প্রথম ম্যাচে ১ ছক্কা এবং ৩টি চারের সাহায্যে ২৫ বলে ৩৮ রান করা সাকিব হতে পারেন বার্বাডসের মূল অস্ত্র। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তার থেকে বাড়তি চাওয়া থাকবে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে থাকা বার্বাডোসের।

দুই দলের সর্বশেষ দেখায় জিতেছিল বার্বাডোস। যদিও সেই ম্যাচে সাকিব খেলেননি। ৭১ রানে জয় পাওয়া সেই ম্যাচ থেকে বাড়তি আত্মবিশ্বাস নিতে চাইবে জেসন হোল্ডারের দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।