প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

সিডনির বুকে এক টুকরো বাংলাদেশ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:47 বৃহস্পতিবার, 26 সেপ্টেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার সিডনিতে হোমওয়ার্ল্ড থান্ডার নেশন্স কাপে অংশ নিচ্ছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের প্রবাসী ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান ও ভিয়েতনামের প্রবাসীরা অংশ নিচ্ছে সেখানে।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পুরো অক্টোবর মাস জুড়ে চলবে এই আসরের ট্রায়াল। প্রথমে ট্রায়ালের মাধ্যমে এক একটি দেশের ক্রিকেটারদের বাজিয়ে দেখা হবে। প্রতিটি দেশের অসংখ্য প্রবাসীদের থেকে একটি করে দল বাছাই করা হবে। 

এরপর ৩ নভেম্বর দলগুলোর মধ্যে লড়াই চলবে। অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডারের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে বর্ণীল এই আসর। ইতোমধ্যেই অবশ্য বাংলাদেশের প্রবাসীদের দল গঠন শেষ হয়েছে।

এই আসরে অংশ নেয়া বাংলাদেশের প্রবাসী আসিফ অনিক বলেছেন, 'বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। সবসময় বাইরেই থাকা হয়েছে আমাদের। এবার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। এটা আমাদের বড় রকমের দায়িত্ব এবং কর্তব্য।

হোমওয়ার্ল্ড থান্ডার নেশন্স কাপ আমাদের সুযোগ করে দিয়েছে এক হওয়ার। এ ছাড়া অন্যান্য ক্রিকেট পাগল জাতির সঙ্গে এক হয়ে খেলার। এটা বেশ জমকালো একটি আসর হতে যাচ্ছে।'

হোমওয়ার্ল্ড থান্ডার নেশন্স কাপে বাংলাদেশের প্রবাসীদের দলঃ- সৈয়দ আসহাব, শিমুল নাথ, ইশাম মাসুদ, সাদি রহমান, আসিফ অনিক, অনির্বাণ মিত্র, রাফি মহসিন, রাহিদ আলম, মাহাদি শহীদ, আসিফ আদনান ও রাজীব সরকার।