যুব এশিয়া কাপ

পরিকল্পনা বাস্তবায়ন করতে জানেন না যুবারা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:39 রবিবার, 15 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

এবারের যুব এশিয়া কাপের শিরোপা থেকে খুবই অল্প দূরত্বে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তারপরেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। মূলত পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারার খেসারত দিয়েছে যুবারা, মনে করছেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং অলরাউন্ডার শামিম পাটোয়ারি।  

এশিয়া কাপ শেষে শ্রীলঙ্কা থেকে ফিরে গণমাধ্যমকে শামিম বলেন, 'মনে হয়েছে আমরা ভালো কিছু করতে পারব। আমরা ম্যাচটা শেষ করতে পারব। কিন্তু আসলে এটা আর হয়নি। এটা আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি না।  

আমি নিজেও চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য। সেরকম কিছু করতে পারিনি দলের জন্য। ব্যাটিংয়ে কিছুই দিতে পারিনি।' 

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ১০৭ রানের লক্ষ্য। কিছুটা নাগালেই ছিল। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে পারেনি আকবর আলীর দল। ৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে যুবারা। পুরো আসরে ভালো খেলে ফাইনাল হেরে যাওয়ায় তাই আফসোস শামিমের কণ্ঠে।

তিনি আরও বলেন, 'ব্যক্তিগতভাবে সবার পারফরম্যান্সই ভালো। সবকিছুই ভালো। শুধু ফাইনাল ম্যাচটি খারাপ হয়ে গেছে আমাদের সবার। 

অসাধারণ বোলিং করেছে আমাদের বোলাররা। অনেক ভালো বোলিং করেছে। সবকিছুতেই ভালো হয়েছে আমাদের। শুধু ফাইনালই খারাপ গিয়েছে।'