যুব এশিয়া কাপ

যুবাদের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টির বাধা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:06 বৃহস্পতিবার, 12 সেপ্টেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্বপ্নযাত্রা অব্যাহত আছে। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ১২ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামতে যাচ্ছে আকবর আলীর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ম্যাচটির। কিন্তু বৃষ্টির কারণে এখনও টসও হয়নি ম্যাচটির।

দুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরেছে বাংলাদেশ। এবার যুব এশিয়া কাপের ফাইনালে পৌছাতে আকবর, তৌহিদ হৃদয়দের সামনে বাধার নাম আফগানিস্তান।

অবশ্য ইংল্যান্ড সফর থেকে বেশ ভালো ছন্দে আছে বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলে এসেছে দলটি। শিরোপা জিততে না পারলেও ইংল্যান্ড সফর থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজ লাগাচ্ছেন সাকিব-তামিমদের অনুজরা। 

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন আকবর, তৌহিদ হৃদয়রা। প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আরব আমিরাতকে ছয় উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ যুব দল। এরপর নেপালের বিপক্ষে অধিনায়ক আকবরের অসাধারণ ব্যাটিংয়ে ছয় উইকেটের জয় পায় দলটি।

নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল হাসান সেঞ্চুরিতে ৪২ রানের জয় তুলে নেয় যুবারা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনাল খেলছে আকবরের দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।

স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল।