পাপনের বক্তব্য

দল নির্বাচনে হস্তক্ষেপের কথা স্বীকার করলেন পাপন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:08 বুধবার, 11 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দল নির্বাচনে নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপের ব্যাপারটি নতুন কিছু নয়। এর আগে একাধিকবার এই কাজ করে সমালোচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। 

গত বছর এশিয়া কাপের মাঝপথে সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় পাপনের নির্দেশেই। দল নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারটি এবার স্বীকার করেছেন বিসিবি প্রধান।

পাপন বলেন, ‘আমি দল নির্বাচনে হস্তক্ষেপ করেছিলাম এশিয়া কাপের সময়। একটা কাজই করেছিলাম, আমরা দুই তিনটি ম্যাচ খারাপ করার পর ইমরুল এবং সৌম্যকে দলে নিই। এটি আপনারা বলতে পারেন যে আমার একটি হস্তক্ষেপ ছিল। আমি অস্বীকার করছি না এবং আমি স্বীকারও করেছি তখন যে আমি এটা করেছি।’

অবশ্য বর্তমানে দলের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে চান না পাপন। বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরের দল নিয়েও কথা বলেননি তিনি।  

পাপনের ভাষায়, ‘বিশ্বকাপে আমি হস্তক্ষেপ করিনি এটি আপনারা যাকে খুশি জিজ্ঞাস করতে পারেন। শ্রীলঙ্কা সফরে তো আমি কিছু জানিই না। কোচও ছিল না, আমি কি বলবো? আমি কিছুই করিনি। এখনও আমি কিছু করিনি, আমি দেশেই ছিলাম না। ওরা যা করেছে নিজেরা করেছে। প্রত্যেকটি পরিকল্পনা যখন করা হয় তখন ভালোর জন্য করা হয়। তবে সব পরিকল্পনা যে ঠিক হবে সেটা না।’    

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভরাডুবির পর দল নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন বিসিবি প্রধান।  এ সময় দল নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারটি পরিষ্কার করেন তিনি।