বিসিবির প্রেস

ওয়ার্নারের উদাহরণ টানলেন পাপন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:44 বুধবার, 11 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বকাপ থেকে ফর্মে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের পর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেও রান নেই। চারদিকে তাদের সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, তামিম-মাহমুদউল্লাহদের ক্যারিয়ার শেষ। যদিও এই ব্যাপারে চরম আপত্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। যুক্তি উপস্থাপনে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের উদাহরণ টানলেন তিনি।


চলতি অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। ব্যাট হাতে চলমান অ্যাশেজে ওয়ার্নারের ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ২, ৮, ৩, ৫, ৬১, ০,০ এবং ০ রানের। অফ ফর্মে থাকা ওয়ার্নার যেমন ফুরিয়ে যাননি, বাংলাদেশের তামিম-মাহমুদউল্লাহরাও ফুরিয়ে যাননি বলে বিশ্বাস পাপনের।

বুধবার পাপন বলেন, ‘ডেভিড ওয়ার্নার, বিশ্বের সেরা একজন ব্যাটসম্যান। আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান। ও তো কোনো রান পাচ্ছে না, সে কি খারাপ হয়ে গেছে? প্রশ্নই ওঠে না।

আপনারা আমাদের ছেলেদের এতো ছোট করে দেখবেন না, ওদেরকে সাহস দেন। আমরা ভয় পাই না। আমরা কাউকেই ভয় পাই না। আমাদের সামনে টি-টোয়েন্টি সিরিজ। আমরা সেটা জিতব। আমি ওদের বলেছি, হারো বা জেতো- সাহস নিয়ে খেলবে।’

বিশ্বকাপের পর থেকেই হারের মধ্যে আছে বাংলাদেশ। বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে তিন ম্যাচ জেতা দলটি শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলে একটিতেও জয় পায়নি। এমনকি ঘরের মাটিতে রশিদ খানের আফগানিস্তানের কাছে টেস্ট ম্যাচেও হেরেছে বাংলাদেশ।

পাপন আরও বলেন, ‘সবকিছু ঠিক ভাবে হচ্ছে না। তামিম ফর্মে নেই। রিয়াদ ফর্মে নেই। মুশফিক কি আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করতে পারত না? মুশফিকের মতো ব্যাটসম্যান বাংলাদেশে আছে নাকি কেউ? সাকিব কি পারে না?’

‘বিশ্বকাপে সাকিব বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করেনি? এখানে হয় নাই। আপনারা মনে করছেন ওরা শেষ। কিন্তু আমি মনে করি, ওরা ঘুরে দাঁড়াবে। এখন পর্যন্ত কেউ শেষ হওয়ার প্রশ্নই ওঠে না।’

টানা হারের পাশাপাশি নতুন দুশ্চিন্তার নাম দেশসেরা ক্রিকেটারদের অফ ফর্ম। যদিও তামিম, মাহমুদউল্লাহদের পরম মমতায় আগলে রাখতে চাইছেন দেশের ক্রিকেটের এই সর্বেসর্বা।