অনূর্ধ্ব-১৯

পেস সহায়ক উইকেট চান তৌহিদ হৃদয়

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:42 সোমবার, 02 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালো করতে হলে এখন থেকেই পেস সহায়ক উইকেটে খেলে ভালো প্রস্তুতি নেয়ার তাগিদ অনুভব করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়।


কিছুদিন আগেই ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশের যুবারা। সেখানকার পেস সহায়ক উইকেটে ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে চার ম্যাচের একটিতেও হারেনি বাংলাদেশ। সিরিজের আরেক দল শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে একটি জয় পায় আকবর আলীর দল।

যদিও ফাইনালে ভারতের কাছেই হেরে যায় বাংলাদেশের যুবারা। পেস সহায়ক উইকেটে খেলতে পারায় আনন্দিত তৌহিদ। এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সফরে যাবে যুব দল। নীতি-নির্ধারকদের নেয়া এমন সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি।

ক্রিকফ্রেজিকে তৌহিদ বলেন, ‘আমাদের যে সুযোগগুলো আসছে সেটা ভালো। আমরা ইংল্যান্ডে খেললাম, নিউজিল্যান্ডে খেলব- এটা আমাদের অনেক কাজে আসবে পরবর্তী বিশ্বকাপে। এসব সুযোগ আমাদের সব সময় কাজে লাগাতে হবে।’

পেস সহায়ক উইকেটে বেশ কয়েকটি ম্যাচে রান পেয়েছেন ১৮ বছর বয়সী তৌহিদ। ব্যাট হাতে ইংল্যান্ডে আটটি ইনিংসে যথাক্রমে ৭০*, ৩, ৭৫*, ৩০, ৩১, ১০৪*, ৭*, ০ রান করেছেন বাংলাদেশের এই যুবা।

নিজের ইনিংসগুলো নিয়ে ক্রিকফ্রেঞ্জিকে তৌহিদ বলেন, ‘আমার প্রথম লক্ষ্য ছিল ওখানের উইকেটে থিতু হওয়া। আমি বড় ভাইদের থেকে শুনেছি, ওখানে থিতু হতে পারলে ভালো খেলা যায়। ব্যাটিং করে অনেক মজা পাওয়া যায়।

তো আমার ওখানে সেই লক্ষ্যটা ছিল যে প্রথমে থিতু হতে হবে। থিতু হওয়ার পর আমি যখন খেলেছি, তখন অনেক সহজ মনে হয়েছে ওখানকার কন্ডিশন।’