হাই পারফর্মেন্স দল

নাঈমের ঘূর্ণিতে বিপদে লঙ্কানরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:25 বুধবার, 28 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৬০ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ হাই পারফর্মেন্স দল। জবাবে ব্যাট করছে লঙ্কানরা।

এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কা ইমার্জিং দলের সংগ্রহ চার উইকেটে ৭৫ রান। বাংলাদেশের হয়ে চারটি উইকেটই নিয়েছেন নাঈম হাসান। এই স্পিনারের দাপটে দাঁড়াতেই পারেননি লঙ্কান ওপেনাররা।

পাধুন নিশঙ্কা (১৬) এবং সঙ্গিত (৬) কুরে দুজনেই ফিরেছেন দ্রুত। চারে নামা মিনোদ ভানুকা করেছেন ১১ রান। তাঁকেও ফিরিয়েছেন নাঈম। এরপর চরিথ আশালঙ্কাকে (১৮) ফিরিয়েছেন নাঈম।

প্রথম দিনে চার উইকেটে ২৩৩ রানে দিন শেষ করা বাংলাদেশ হাই পারফর্মেন্স দল ম্যাচের দ্বিতীয় দিনেও দাপটের সঙ্গে শুরু করেছে। অবশ্য এ দিন তেমন ঝলসে উঠতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগের দিন ১২৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আজ আর মাত্র নয় রান যোগ করে ফিরেছেন ১৩৩ রান করে। আগের দিন শান্তকে সঙ্গ দেয়া আরেক ব্যাটসম্যান জাকির হাসান অবশ্য ৪৯ রান করেছেন।

শেষদিকে গুরুত্বপূর্ণ ৩৬ রান এসেছে স্পিনার নাঈম হাসানের ব্যাটে। লেজের সারিতে ইয়াসিন আরাফাত ১২ এবং তানভির ইসলাম ১৬* রান করেছেন।

শ্রীলঙ্কার পক্ষে চারটি উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস। দুটি করে উইকেট নিয়েছেন কালানা পেরেরা ও আসিথা ফারনান্দো। একটি উইকেট নিয়েছেন নিশান পেইরিস।
 
আগের দিন ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এইচপি দলের অধিনায়ক শান্ত। তাঁর সিদ্ধান্তে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি দলের। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই ওপেনার নাইম শেখকে হারিয়ে বসে এইচপি দল।

এরপরের উইকেটে জুটি বাঁধেন ওপেনার সাইফ হাসান এবং শান্ত। দুজন মিলে দারুন ব্যাটিং করে দলকে ১০০'র পথে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলীয় ৮১ রানে ব্যক্তিগত ১৮ রানে রান আউটের ফাঁদে পড়েন সাইফ।

খানিক পর ইয়াসির আলি চৌধুরীও বিদায় নেন চার রান করে। তিন উইকেট হারানো এইচপি দলকে সেখান থেকে উদ্ধার করেন অলরাউন্ডার আফিফ হোসেন এবং শান্ত। নিজেদের মধ্যে ৯৯ রানের জুটি গড়েন তাঁরা।

হাফ সেঞ্চুরি হাঁকানো আফিফ ৫৪ রানে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন শান্ত। বাকি সময় জাকির হাসানকে সঙ্গে নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন শান্ত। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

বাংলাদেশ এইচপি দলঃ ৩৬০/১০ (১৩৫.৪ ওভার) 
(শান্ত ১৩৩, আফিফ ৫৪, জাকির ৪৯; রমেশ ৪/৭৩)  
শ্রীলঙ্কা ইমার্জিং দলঃ ৭৫/৪ (১৬ ওভার)
(আশালঙ্কা ১৮, নিশঙ্কা ১৬; নাঈম ৪/২৫)