সিপিএল

সিপিএলে খেলার অনুমতি পাননি আফিফ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:56 সোমবার, 26 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা হচ্ছে না বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর। তাঁকে সিপিএলে খেলার জন্য অনাপত্তি পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলের এবারের আসরে ডাক পেয়েছিলেন আফিফ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল আফিফের। বর্তমানে বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের হয়ে শ্রীলঙ্কা হাই পারফর্মেন্স দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে খুলনায় রয়েছেন তরুণ এই অলরাউন্ডার।

এইচপির হয়ে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন আফিফ। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডেও থাকার সম্ভাবনা রয়েছে এই তরুণের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, নির্বাচকরা ত্রিদেশীয় সিরিজের জন্য আফিফকে বিবেচনায় রাখছেন। এ কারণেই সিপিএলে খেলার অনুমতি দেয়া হয়নি তাঁকে।

এ প্রসঙ্গে আকরাম বলেছেন, ‘তাকে আমরা অনাপত্তি পত্র দেইনি। কারণ সে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে খেলছে। নির্বাচকরা তাকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্যও বিবেচনা করছেন এবং তাই আমাদের তাকে ধরে রাখা উচিত।’

বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আফিফ জানিয়েছেন, বিসিবির এই সিদ্ধান্তের কারণে হতাশ নন তিনি। যদিও অনাপত্তি পত্র না পেলেও খেলা না খেলা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন এই অলরাউন্ডার।

‘আমি নিশ্চিত না, আমি খেলবো কি খেলবো না। কারণ আমি অনাপত্তি পত্র পাইনি। আমি অনেক আগেই আবেদন করেছিলাম কিন্তু আমাকে কিছুই জানায়নি। এমনটা যদি বলে থাকে আমাকে জানতে হবে। আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এই মুহূর্তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি।’

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আফিফ তাদের পরিকল্পনায় থাকলেও আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেই তাঁকে খেলানোর পরিকল্পনা এখনই নিশ্চিত করতে পারছেন না তিনি।

‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে অসাধারণ একজন খেলোয়াড়। এইচপি এবং ‘এ’ দলে সে রয়েছে এবং তাকে আমরা ভবিষ্যতের জন্য তৈরি করছি। কিন্তু আসন্ন সিরিজে তাকে নিয়ে আমাদের কী পরিকল্পনা রয়েছে, তা এখনই নিশ্চিত করতে পারছি না।’

আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। অন্যদিকে সিপিএল শেষ হবে ৪ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষে আফিফ অনাপত্তি পত্র পান কিনা এটাই এখন দেখার বিষয়।