বিসিবির চুক্তি

ক্রিকেটারদের চুক্তির মেয়াদ কমানোর কথা ভাবছে বিসিবি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:33 রবিবার, 25 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরে আশানুরূপ পারফর্মেন্স করতে না পারায় খেলোয়াড়দের চুক্তির মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বে বিসিবির সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের চুক্তির মেয়াদ এক বছরের থাকলেও সেটি কমিয়ে ছয় মাস করা হচ্ছে।  

২০১৮ সাল পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ছিল ১৬ জন। তবে সেবছর সংখ্যাটি কমিয়ে ১০ জনে নিয়ে আসে বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এরই মধ্যে চুক্তি কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'এটি নতুন কোনো নিয়ম নয়। আমরা যদি চাই তাহলে একজন নতুন খেলোয়াড়কে আনতে পারি এবং কাউকে বাজে পারফর্মেন্স কিংবা শৃঙ্খলা ভঙ্গের জন্য বাদও দিতে পারি। এই নিয়ম আগে থেকেই ছিল। আর এবারও আমাদের সেই লক্ষ্য থাকবে।'  

চুক্তির বিষয়টি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়া হলে ক্রিকেটারদের ওপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলেও জানান আকরাম খান। 

তাঁর ভাষ্যমতে, 'হ্যা, এখানে পারফর্মেন্স একটি ফ্যাক্টর। আমরা নতুন খেলোয়াড় আনতে পারি এবং যারা পারফর্ম করতে না তাদের বাদ দিতে পারি। পারফর্মেন্স আসলেই অনেক গুরুত্বপূর্ণ, একই সঙ্গে শৃঙ্খলা রক্ষা করাও। আমরা সবকিছুই বিবেচনা করবো। চুক্তি এক বছরের জন্য, তবে আমাদের হাতে অপশন আছে কারো চুক্তি ছয় মাস বাড়িয়ে কিংবা কমিয়ে দেয়ার। এটি নতুন কিছু নয়।' 

আকরাম খান আরো বলেন, 'জুন মাসের পরে এটি ছয় মাস লম্বা হতে পারে। এটি আমাদের উপর নির্ভর করে। এটি এমন নয় যে আমাদের ছয় মাসের নিয়মটি মেনে চলতেই হবে। এটি আমাদের নিজস্ব নিয়মের আওতায় পড়ে। তাই আমরা যখন চাইবো তখনই পারি।  

বর্তমানে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মমিনুল হক, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।