এ দল

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:23 সোমবার, 19 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কিছুদিন আগেই ঘরের মাটিতে আফগানিস্তান 'এ' দলের সঙ্গে খেলেছে বাংলাদেশ 'এ' দল। আফগানদের সঙ্গে অবশ্য প্রত্যাশিত পারফর্মেন্স করতে পারেনি ইমরুল কায়েসের নেতৃত্বে থাকা 'এ' দল। আগামী সেপ্টেম্বরে আবারও মাঠে নামবে 'এ' দল। এবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ খেলবে তাঁরা।

ইতোমধ্যেই শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। লঙ্গার ভার্সনে ভালো ক্রিকেট খেলতে তাই বেপরোয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাইপলাইন শক্ত করতে 'এ' দলের সফরে রাখা হয়েছে লম্বা দৈর্ঘ্যের তিনটি ম্যাচ। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 

'টেস্টে যত ভালো খেলা যাবে বাকি ফরম্যাটগুলোতে তত ভালো খেলা যাবে। সেটা চিন্তা করে আমাদের 'এ' দলের জন্য দীর্ঘ পরিসরের ক্রিকেটের সূচি করা হয়েছে। সামনের মাসে 'এ' দল শ্রীলঙ্কা যাচ্ছে খেলার জন্য। সেপ্টেম্বরের মাঝামাঝিতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা।

সেখানে তিনটি চারদিনের ম্যাচ খেলবে। সেই সঙ্গে অনেকগুলো প্লেয়ারকে দীর্ঘ পরিসরের জন্য প্রস্তুত করার একটা পরিকল্পনা করে রেখেছি। সঙ্গে ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে।'

কিছুদিন আগে আফগানদের বিপক্ষে সন্তোষজনক ছিল না 'এ' দলের পারফর্মেন্স। চার দিনের ম্যাচের সিরিজ ১-০ তে হারের পর ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে ইমরুলবাহিনী।