শোক দিবস

বাংলাদেশে আধুনিক খেলাধুলার জনক শেখ কামালঃ পাপন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:58 বৃহস্পতিবার, 15 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

স্বাধীনতা পরবর্তী সময়ে আধুনিক খেলাধুলা বাংলাদেশে চালু করার  ব্যাপারে শীর্ষস্থানীয় উদ্যোক্তা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। আততায়ীর হামলায় নিহত হয়েছেন শেখ কামালও। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শোক দিবস পালনকালে শেখ কামালকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

শেখ কামালকে বাংলাদেশে আধুনিক খেলাধুলার উদ্যোক্তা হিসেবে উল্লেখ করে মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, 'আধুনিক খেলা বাংলাদেশে আনার ব্যাপারে কামাল ভাইয়ের অবদান অনেক। উনি অনেক বড় উদ্যোক্তা ছিলেন। উনি আবাহনীর মাধ্যমে বা অন্য সংগঠনের মাধ্যমে অনেক কিছু করেছেন।'

শেখ কামাল ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাহীন স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এইচ, এস, সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. (অনার্স) পাস করেন। 

স্বাধীনতা যুদ্ধের পর তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিনি ছিলেন সংস্কৃতিমনা। ছায়ানট থেকে সেতার শিখেন তিনি। স্বাধীনতা যুদ্ধের পর ঢাকা আবাহনী লিমিটেড প্রতিষ্ঠা করেছেন শেখ কামাল। 

পাপন আরও বলেন, 'উনি গানবাজনা করতেন, সংস্কৃতি মনা ছিলেন। উনি অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন। আজ কামাল ভাইয়েরও মৃত্যুবার্ষিকী। এটা তো ১৫ আগস্ট। একই দিন। আমরা আবাহনীর তরফ থেকে এবং ক্রিকেটের তরফ থেকে দিনটি পালন করছি। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের এই দিনটি পালন করা উচিত।'