শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ

ধনঞ্জয়ার ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:39 বুধবার, 14 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে গল টেস্টের প্রথম দিনটি স্বস্তিতে কাটাতে পারেনি নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে ৬৮ ওভার। কিউইদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২০৩ রান। ৫টি উইকেটই নিয়েছেন ধনঞ্জয়া।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। ৩০ রান করা টম লাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ৬৪ রানের ওপেনিং জুটি ভাঙেন ধনঞ্জয়া।

এরপর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন শূন্য রানে। কিউইদের আরেক ওপেনার জিৎ রাভালকেও ব্যক্তিগত ৩৩ রানের নিজের তৃতীয় শিকার বানান ধনঞ্জয়া।

মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর এবং হ্যানরি নিকোলস। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১০০ রান। ৪২ রান করা নিকোলসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ধনঞ্জয়া।

এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়েটলিংকে ব্যক্তিগত এক রানে একই কায়দায় আউট করেছেন ধনঞ্জয়া। লাঞ্চের খানিক পরেই বৃষ্টি নেমেছিল। ১৭৯ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বৃষ্টির পর আর উইকেট হারাতে দেননি টেলর এবং মিচেল স্যান্টনার।

দুজনে মিলে দিন শেষ করেন ২০৩ রানে। টেলর ১৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। ২১ বল খেলে স্যান্টনার অপরাজিত আছেন ৮ রান করে। ২২ ওভারে ৫৭ রান দিয়ে ধনঞ্জয়ার শিকার ৫ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ২০৩/৫ (৬৮ ওভার) (টেলর ৮৬*, হ্যানরি ৪২; ধনঞ্জয়া ৫/৫৭)