অ্যাশেজ সিরিজ

আর্চারের অভিষেক রাঙিয়ে রাখবে ইংল্যান্ড?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 13:17 মঙ্গলবার, 13 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ঐতিহ্যবাহী লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে এই ম্যাচটি।

এজবাস্টন টেস্টে স্টিভ স্মিথের দাপটে ২৫১ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। সিরিজে ফিরতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।

অ্যাশেজের ইতিহাসে এখন পর্যন্ত দুইবার ১-০ তে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছে ইংল্যান্ড। একবার ১৯৮১ সালে, এরপর ২০০৫ সালে। এবারও অমন কিছু করতে হলে ঝলসে উঠতে হবে জো রুটের দলকে।

যদিও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংলিশ শিবিরে দুঃসংবাদ। পায়ের কাফ মাসলে ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলবেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। 

অভিজ্ঞ এই পেসারকে ছাড়া ইংল্যান্ডকে তুলনামূলক কম শক্তিশালী হিসেবেই বিবেচনা করছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ল্যাঙ্গার বলেছেন, 'ইংল্যান্ড জেমস অ্যান্ডারসনকে ছাড়া খেলতে নামবে, এটা আমরা জানি। সে তাদের সেরা খেলোয়াড়দের একজন। আমরা ভাগ্যবান যে সে প্রথম টেস্টে মাত্র চার ওভার বোলিং করেছিল।

লর্ডসের কন্ডিশন আলাদা। চাপও ভিন্ন। এই ম্যাচে আমরাই এগিয়ে থাকব। প্রথম টেস্ট জিতে আমরা আনন্দিত। তবে আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি।'

অ্যান্ডারসনের বদলে লর্ডসে খেলতে নামবেন জফরা আর্চার। ইংলিশদের হয়ে সাদা পোশাকে এবারই অভিষেক হতে যাচ্ছে আর্চারের। ল্যাঙ্গারের চ্যালেঞ্জের জবাব দিয়েছেন আর্চার।

'আমি লাল বলের ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছি। এই ফরম্যাটে খেলা আমার পছন্দ। কাউন্টি দল সাসেক্সের হয়ে একই ম্যাচে আমি ৫০ ওভারও বোলিং করেছি।' 

লর্ডসের দল থেকে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার মঈন আলী। তাঁর স্থানে দলে জায়গা হয়েছে জ্যাক লিচের। এজবাস্টনে খেলেননি অজি পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। লর্ডসে দেখা যেতে পারে এই দুজনকে। 

সম্ভাব্য একাদশঃ-

ইংল্যান্ডঃ- ররি বার্ন্স, জেসন রয়, জো রুট (অধিনায়ক), জো ডেনলি, জশ বাটলার, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও জফরা আর্চার। 

অস্ট্রেলিয়াঃ- ক্যামেরন বেনক্রফট, ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জেমস প্যাটিনসন/ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন ও পিটার সিডল।