ত্রিদেশীয় সিরিজ

ভারতের বিপক্ষে ফাইনাল জিততে আত্মবিশ্বাসী আকবররা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 13:33 শনিবার, 10 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল। ১১ আগস্টের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা।

যুবাদের বোলিং কোচ মাহবুব আলী জাকি ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন এমনটাই। ফাইনালের মহারণে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ভারতের যুবারা। এক্ষেত্রে স্নায়ুর চাপ স্বাভাবিক রাখতেই দলের ক্রিকেটারদের নির্দেশ দিচ্ছেন মাহবুব।

'আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে। তারা আমাদের ওপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের নিজেদের স্নায়ুর চাপ স্বাভাবিক রাখতে হবে। পুরো আসরেই আমরা ইউনিট হিসেবে দুর্দান্ত খেলেছি। ফাইনালেও আমরা জিততে চাই।' ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন মাহবুব।

ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে বেশ সফল ছিলেন আকবর আলী এবং তৌহিদ হৃদয়রা। এই দুজন মিলে বড় জুটি গড়তে পারার কারণে বেশ কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশের যুবারা।
  
ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখতে চান আকবর-তৌহিদদের বোলিং কোচ, 'পুরো আসরে আকবর-তৌহিদরা ব্যাট হাতে জুটি গড়েছে। ওরা বেশ ভালো করেছে এটা বলতেই হবে। ফাইনালেও আশা করব ওরা এমন কিছুই করবে।'

এ ছাড়া বল হাতে কোনও বোলার এককভাবে ভালো পারফর্মেন্স না করলেও বোলিং ইউনিট হিসেবে ভালো করেছে যুবারা, মনে করছেন কোচ। ফাইনালেও এই ধারা অব্যাহত রাখতে চান তিনি।

'আমাদের বোলাররা একে অপরকে সাহায্য করেছে। কোনও বোলার বেশি ভালো না করলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় বোলিং ভালো করেছি বলেই আমরা ফাইনাল খেলছি। আশা করি ভারতের বিপক্ষে ফাইনালেও আমরা ভালো বোলিং করতে পারব।'