পিএসএল

পিএসএলের সব ম্যাচ পাকিস্তানে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:04 মঙ্গলবার, 06 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এমনটাই জানিয়েছেন। 

আসরে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করার জন্য ইতোমধ্যে লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডিকে মনোনীত করা হয়েছে। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাক-আপ ভেন্যু হিসেবে রাখা হয়েছে।

ঘরের মাঠে পিএসএল আয়োজনের বিষয়টি নিয়ে  সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। সকলের সঙ্গে আলাপ আলোচনা শেষেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। 

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের পঞ্চম আসরের। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। এছাড়া লাহোরে আয়োজন করা হবে সর্বোচ্চ ১৩টি ম্যাচ।

২০০৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল মুলতান। ১১ বছর পিএসএল দিয়েই সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বলে আশাবাদী তাঁরা।  আর সংস্কার করা রাওয়ালপিন্ডিও প্রস্তুত বলে জানা যায়।

এর আগে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিএসএলের কিছু ম্যাচ দেশে আয়োজন করেছে পিসিবি। ২০১৭ সালে গাদ্দাফি স্টেডিয়ামে আসরটির ফাইনাল হয়েছিল। আর সর্বশেষ আসরে করাচি ও লাহোর মিলে চারটি ম্যাচ আয়োজন করে।