পিএসএল

পাকিস্তানে পিএসএল খেলতে চান না বিদেশি ক্রিকেটাররা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:16 শনিবার, 03 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের পুরোটাই পাকিস্তানে আয়োজন করতে চায় পিসিবি। তবে পিসিবির এই উদ্যোগে বাদ সেধেছেন বিদেশি ক্রিকেটররা। অনেক নামিদামি বিদেশি ক্রিকেটারই পুরো পিএসএল খেলতে পাকিস্তানে যেতে রাজি নন। 

পিএসএলের অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিও পুরো আসর পাকিস্তানে আয়োজনের পক্ষে নয়। এমনটাই জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাওয়া অন্তত পিএসএলের অর্ধেক আয়োজন করা হোক আরব আমিরাতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে পাকিস্তানে পুরো সংস্করণটি রাখা সম্ভব নয়। ব্যাপারটি তাঁদের কাছে বাস্তবসম্মত নয় বলেই জানিয়েছেন তিনি। সেই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার ভাষ্যমতে, ‘পিএসএলের পুরো আসর পাকিস্তানে হওয়াটা এখনো বাস্তব সম্মত নয়।’

অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, পিএসএলের আসর পাকিস্তানে আয়োজন করা নিয়ে কোনো উদ্বেগ নেই তাঁদের। সোমবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠকে বসছে পিসিবি। সেখানে এই বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

এহসান মানি বলেছেন, ‘আমি সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে পরামর্শের পরই পুরো পিএসএল পাকিস্তানে রাখার বিষয়ে পিসিবির প্রধান পৃষ্ঠপোষকের (এইচবিএল ব্যাংক) অনুমোদন নিয়েছিলাম। আমি আগামী সপ্তাহে (সোমবার) লাহোরে একটি সভার জন্য টিম মালিকদের আমন্ত্রণ জানিয়েছি, যেখানে এই বিষয়টি নিয়ে আবার আলোচনা হবে। এখন অবধি কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো আপত্তি দেখায়নি, তাই অন্য কোথাও ম্যাচগুলো সরিয়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই।’

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রসীদের হামলার পর পাকিস্তান থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। নিরাপত্তার কারণে পিএসএলের প্রথম আসরের সবগুলো ম্যাচই আয়োজন করা হয়েছিল আরব আমিরাতে।

এরপর দ্বিতীয় এবং তৃতীয় আসরে ফাইনাল ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হয়। সর্বশেষ আসরে সেমিফাইনাল এবং ফাইনালসহ মোট আটটি ম্যাচ আয়োজন করা হয় লাহোর এবং করাচিতে। এরই ধারাবাহিকতায় এবার পিএসএলের পুরো আসর পাকিস্তানে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।