বাংলাদেশ ক্রিকেট

ইমরুলদের পারফর্মেন্সে অসন্তুষ্ট হেলমট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:20 শনিবার, 03 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আশানুরূপ পারফর্মেন্স করতে না পারায় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স ইউনিটের কোচ সাইমন হেলমট।


ইমরুল কায়েসের অধিনায়কত্বে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, রকিবুল হাসান, সানজামুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।


এরপরও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে গিয়েছিল ইমরুলবাহিনী। ‘এ’ দলের এমন পারফর্মেন্সে যারপরনাই হতাশ হেলমট।

অস্ট্রেলিয়ান এই কোচ শনিবার বলেছেন, ‘আফগানিস্তান 'এ'’ দলের বিপক্ষে বেশ কিছু কারণে আমরা পারফর্ম করতে পারিনি। আমাদের সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটাররা পারফর্ম করতে পারেনি, এটাই মূল কারণ।

এরপর আমাদের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে হয়েছে। আমরা সিরিজে ফিরতে পেরেছি। আমরা দুটো ম্যাচ জিততে পেরেছি, একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।’

পাঁচ ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের আগে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানেও ১-০ তে সিরিজ হেরেছে ইমরুলবাহিনী।