বাংলাদেশ ক্রিকেট

সাকিবের সঙ্গে শতভাগ একমত হেলমট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:13 শনিবার, 03 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলের ক্রিকেটারদের তিন ফরম্যাটে একটানা খেলার বিপক্ষে মতামত দিয়েছেন সাকিব আল হাসান। তাঁর মতে পালাক্রমে ক্রিকেটারদের বিশ্রাম দেয়া উচিত। বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে শতভাগ একমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স ইউনিটের কোচ সাইমন হেলমট।


শনিবার মিরপুরে হেলমট বলেছেন, ‘আমি সাকিবের মন্তব্যের সঙ্গে শতভাগ একমত। আমাদের পরিকল্পনায় অন্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া জরুরি। আগে হোক বা পরে হোক; যারা সুযোগ পাওয়ার মতো তাদের সুযোগ পাওয়া উচিত।’ 

‘আমাদের খেলোয়াড় বদলি করা উচিত। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। কেউ ইনজুরিতে পড়লে বা কাউকে বিশ্রাম দিয়ে এটা করা যায়। আমাদের এসব বিষয়ে বোর্ড, কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলা উচিত।’ যোগ করেন অস্ট্রেলিয়ান এই কোচ। 

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে নিজেকে ফিট রাখতে শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে একই নীতি অবলম্বন করা উচিত অন্যান্য ক্রিকেটারদেরও।

একটানা খেলার মধ্যে থাকলে অনেক ক্রিকেটারই চোটের কবলে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের সময় তাদের অনুপস্থিতি যথেষ্ট ভোগায় দলকে। এ ছাড়া মানসিকভাবে ক্রিকেটারদের ফিট থাকতেও এমন পন্থা অবলম্বন করা উচিত।  

ভারতীয় ক্রিকেট দলের উদাহরণ টেনে সাকিব বলেছিলেন, ‘গত বছর ওদের (ভারতের) ইতিহাসে কম চোটে পড়েছে খেলোয়াড়েরা। এর একটা বড় কারণ ওরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে। 

এটাতে যেটা হয়েছে, ওদের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। অনেকে খেলোয়াড় পরিচিতি পেয়েছে। ওদের খেলোয়াড়দের যখন যে এসেছে তখন ফিট থেকে খেলতে পেরেছে এবং ভালো করতে পেরেছে।’