ড: কে থিম্মপিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট

বোলার সাইফের দিনে অনুজ্জ্বল মুমিনুলরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:01 সোমবার, 29 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

ভারতে ড: কে থিম্মপিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিফাইনালে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের চেয়ে ১২৪ রানে এগিয়ে আছে বিসিবি একাদশ। যদিও দ্বিতীয় দিনে ব্যাটে-বলে তেমন সুবিধা করতে পারেনি মুমিনুলের দল। দিনশেষে ওপেনার ঋষভ তিওয়ারির সেঞ্চুরিতে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ নিজেদের প্রথম ইনিংসে করেছে চার উইকেটে ২১০ রান।

প্রথম ইনিংসে আগের দিন তিন উইকেটে ২৫৪ রান করা বিসিবি একাদশ এদিন অলআউট হয়েছে ৩৩৪ রানে। আগের দিনের ৫০ রানের সঙ্গে ইয়াসির আলী রাব্বি যোগ করেন ১২ রান। ৬২ রান করে ফেরেন তিনি। নাজমুল হোসেন শান্ত করেন ৩৯ রান।

এ ছাড়া উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ১৫ ও আরিফুল হক ১২ রান করে বিদায় নেন। আগের দিন ৯২ রান করে আঘাত পেয়ে মাঠ ছাড়া সাইফ এদিন নয় উইকেট যাওয়ার পর ব্যাট করতে নেমেছেন। কিন্তু আর কোনও রান না করেই আউট হন তিনি।  

ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জিবঞ্জত সিংয়ের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েছেন ঋষভ তিওয়ারি। ৪৭ রানে থাকা অবস্থায় সানজামুলের শিকার হয়ে ফেরেন জিবঞ্জিত। এরপর অভনিশ সিং (২) এবং আমানদীপ খেরকে (০) ফিরিয়েছেন পার্টটাইম স্পিনার সাইফ হাসান।

ফলে ১০৫ রানেই তিন উইকেট হারায় ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ। দলকে টেনে তোলেন ঋষভ এবং শশাঙ্ক। দুজনে মিলে গড়েন ১০৫ রানের জুটি। সেঞ্চুরি হাঁকানোর পর ঋষভকে রান আউট করেন সাইফ।

বরাবর ১০০ রান করে ফিরেছেন ঋষভ। দিন শেষে শশাঙ্ক অপরাজিত আছেন ৫৪ রানে। বিসিবি একাদশে হয়ে সাইফ হাসান ২৪ রান খরচায় দুই উইকেট নেন।