এ দলের সিরিজ

৪০ ওভারেই শেষ ইমরুলদের ইনিংস

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:06 শনিবার, 27 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সাভারে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ 'এ' এবং আফগানিস্তান 'এ' দল। আফগান বোলার নভিনুল হক মুরাদের অসাধারণ বোলিংয়ে টস হেরে আগে ব্যাট করে ৪০ ওভারে মাত্র ১৭৬ রানের মধ্যেই অলআউট হয়েছে ইমরুল কায়েসের দল।

ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানের মধ্যেই তিন উইকেট হারায় 'এ' দল। এরপর তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েছেন ইমরুল।

৬৩ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফিরে যান ইমরুল। এরপর দলীয় ১৩৪ রানে আফিফের উইকেট গেলে আবারও বিপদে পড়ে 'এ' দল। এদিন আফিফের ব্যাটে এসেছে ৬৪ বলে ৪৫ রানের ধৈর্যশীল ইনিংস।

এরপর কিছু সময়ের ব্যবধানে ফিরে যান জাকের আলি অনিক (৩৩ বলে ২৩) এবং মেহেদী হাসান (২৬ বলে ১৭)। শেষ পর্যন্ত মাত্র ৪০ ওভারে ১৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ 'এ' দল। মুরাদ নিয়েছেন পাঁচটি উইকেট।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে আফগানদের কাছে হেরে আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইমরুলরা। এরপর তৃতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখে তাঁরা। এই ম্যাচটি হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে আফগানিস্তান 'এ' দল। 

বাংলাদেশ 'এ' দলঃ- ১৭৬/১০ (৪০ ওভার)
(আফিফ ৪৫, ইমরুল ৩৩; মুরাদ ৫/৪০)