এ দলের সিরিজ

আফগানদের বিপক্ষে হেরেই চলেছেন ইমরুল-মিঠুনরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:18 রবিবার, 21 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচেও হেরেছে বাংলাদেশ 'এ' দল। এ নিয়ে টানা দুইটি একদিনের ম্যাচেই পরাজিত হলো ইমরুলবাহিনী।

প্রথম ম্যাচে ১০ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচেও চার উইকেটে হেরেছে তাঁরা। সিরিজ বাঁচাতে বাকি তিন ম্যাচে তাই জয়ের বিকল্প নেই ইমরুলদের। তৃতীয় ম্যাচটি হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে তাঁদের।

মোহাম্মদ মিঠুনের ৮৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান তোলে বাংলাদেশ 'এ' দল। জবাবে ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে পাঁচ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। চার দিনের ম্যাচের সিরিজের মতো একদিনের ম্যাচেও আফগান শাসনে তটস্ত বাংলাদেশ 'এ' দল। 

রবিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলকে দ্বিতীয় জয় এনে দেয়ার ম্যাচে ১৪৯ বলে সাতটি চার এবং সাতটি ছক্কায় ১২৭ রান করেন জাদরান। এ ছাড়া শারাফউদ্দিন আশরাফ ৩৬*, উসমান গনি ২৬ রান করেন।

বাংলাদেশ 'এ' দলের হয়ে পাঁচটি উইকেট নেন শফিউল ইসলাম। দুটি উইকেট তুলে নেন ফরহাদ রেজা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি এবিং সাব্বির রহমান। যদিও তাঁদের এই উইকেট দলকে হার থেকে রক্ষা করতে পারেনি। 
 
এই ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান 'এ' দল। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৫৬ রান।

বিজয় ব্যক্তিগত ২৪ রানে করিম জানাতের বলে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন ইমরুল। ব্যক্তিগত ৪০ রানে ফজল নাইযাইয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ইমরুল ফিরে গেলে তৃতীয় উইকেটে নাঈম শেখকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন 'এ' দলের অধিনায়ক মিঠুন।  জুটি গড়ার পথে ৬৫ বলে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৪৯ রান করে আউট হন নাঈম।

হাফ সেঞ্চুরির পর ইনিংসটি বড় করতে পারেননি মিঠুন। ৮৫ রান করে করিম জানাতের বলে শরাফউদ্দিন আশরাফের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর সাব্বির ৩৫ এবং মেহেদী হাসান ১০ রান করলেও আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 'এ' দলের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রানে।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ২৭৮/৯ (৫০ ওভার)
(মিঠুন ৮৫, নাঈম ৪৯, ইমরুল ৪০; জানাত ৩/৪৩)
আফগানিস্তান 'এ' দলঃ ২৮১/৬ (৪৯.১ ওভার)
(ইব্রাহিম ১২৭, আশরাফ ৩৬; শফিউল ৫/৫৯)