জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়ের সদস্য পদ কেড়ে নিলো আইসিসি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:50 বৃহস্পতিবার, 18 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দল নির্বাচনে সরকারী হস্তক্ষেপ থাকায় তাঁদের সদস্য পদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সদস্য পদ না থাকায় আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। আইসিসির তহবিল থেকেও কোনো অর্থ পাবেনা দেশটির ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির সংবিধানের ২.৪ এর সি এবং ডি ধারা ভঙ্গ করেছে। এই ধারায় বলা আছে 'দল নির্বাচন একটি স্বাধীন প্রক্রিয়া। যেখানে সরকারী কোনো হতক্ষেপ কাম্য নয়।'

আগামী তিন মাসের মধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই সমস্যা থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদী আইসিসি। আগামী অক্টোবরে আইসিসির সভায় দেশটির বোর্ডের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর বলেন, 'আমরা তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে আমাদের অবশ্যই খেলাকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসি সংবিধানের একটি গুরুতর লঙ্ঘন এবং আমরা এটা হতে দিব না।'