এ দলের সিরিজ

আফগানদের বিপক্ষে মাঠে নামছেন বিজয়-মিঠুনরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:55 বৃহস্পতিবার, 18 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের একদিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজে ৫টি একদিনের ম্যাচ খেলবে দুই দল।

চার দিনের ম্যাচে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছেন ইমরুল কায়েসরা। একদিনের ম্যাচের সিরিজে তাই নিজেদের সেরাটা দেয়ার বাড়তি প্রচেষ্টা থাকবে তাঁদের।

এই সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটিতে আছেন সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনদের মতো বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সফরের দলে থাকা এনামুল হক বিজয়ও আছেন স্কোয়াডে। মূলত শ্রীলঙ্কা সফরের আগে তাঁদের ঝালাই করে নিতেই 'এ' দলের হয়ে খেলার সুযোগ দিয়েছে বিসিবি।

প্রথম ম্যাচের পর দুই দিনের বিরতি পাবে দুই দল। এরপর আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ 'এ' দল ওয়ানডে স্কোয়াডঃ এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আফিফ হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, ফজলে রাব্বি, নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি। 

আফগানিস্তান 'এ' দল ওয়ানডে স্কোয়াডঃ ওসমান গনি, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, ফাজাল নিয়াজায়, শারাফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, নাভিন উল হক, সাইদ আহমাদ শিরজাদ, ফরিদ মালিক, জিয়াউর রহমান আকবর, মুনির আহমেদ, করিম জানাত, মিরওয়াইস আশরাফ ও নাসির জামাল।